অনলাইন জন্ম নিবন্ধন করুন মাত্র ২মিনিটে


জন্ম নিবন্ধন কি ??

জন্ম নিবন্ধন দেশের প্রতিটি নাগরিক বা
প্রতিটি শিশুর নাগরিক সনদপত্র। যার মাধ্যমে প্রতিটি নাগরিকের
তথ্য সরকারি তালিকায়
আসে। জাতিসংঘের শিশু অধিকার আইন
৭ অনুচ্ছেদের ২৯ নং আইনের
ভিত্তিতে প্রতিটি নাগরিকের জন্ম সনদ প্রদানের নিয়ম চালু হয়। এবং তা প্রতিটি সরকারকে
তাদের নিজস্ব রেজিস্ট্রি খাতায়
তালিকায় বিধিবদ্ধ করে রাখতে হয়।

চলুন জেনে আসি কিভাবে অনলাইন
জন্ম নিবন্ধন এর
জন্য আবেদন করবেন এবং
কীভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন

 

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ??

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিনের মধ্যে হলেঃ

ইপিআই (টিকা)
কার্ড পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও
ইংরেজি বাধ্যতামূলক)
কপি পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের
হোল্ডিং ট্যাক্সের রশিদ আবেদনকারী
পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল
নম্বর। 

 শিশুর বয়স ৪৬ থেকে ৫ বছর হলেঃ 

ইপিআই (টিকা) কার্ড / স্বাস্থ্য কর্মীর প্রত্যায়নপত্র (স্বাক্ষর ও সীলসহ) পিতা ও
মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি
বাধ্যতামূলক) কপি পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (স্বাক্ষর
ও সীলসহ) বাসার হোল্ডিং নম্বর এবং
হাল সনের হোল্ডিং ট্যাক্সের
রশিদ আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর আবেদন ফরম জমা দেয়ার সময় ১
কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের
ছবি।

যাদের জন্ম ২০০০ সালের পর তাদের অবশ্যই বাবা-মায়ের জন্ম নিবন্ধন অনলাইন
করা থাকতে হবে আর যাদের জন্ম ২০০০ সালের আগে তাদের বাবা-মায়ের জন্ম নিবন্ধন না
হলেও তারা জন্ম নিবন্ধন করতে পারবেন।

 

অনলাইন জন্ম নিবন্ধন প্রক্রিয়া সমূহ:

আপনি যদি আপনার শিশু বা
অন্য কারো জন্ম নিবন্ধন করতে
চান, এই পোস্টটি আপনার জন্য অনেক কাজে আসবে। কারণ অনলাইনে নতুন জন্ম
নিবন্ধন আবেদন ফরম (
𝙅𝙤𝙣𝙢𝙤 𝙉𝙞𝙗𝙤𝙣𝙙𝙝𝙤𝙣 𝙁𝙤𝙧𝙢 𝙊𝙣𝙡𝙞𝙣𝙚) পূরণ করতে কি কি লাগবে এবং নির্ভুলভাবে
অনলাইনে জন্ম নিবন্ধন ফরম
পূরণ করার নিয়ম বিস্তারিত দেখানো হলো।

𝙊𝙣𝙡𝙞𝙣𝙚 𝙗𝙞𝙧𝙩𝙝 𝙧𝙚𝙜𝙞𝙨𝙩𝙧𝙖𝙩𝙞𝙤𝙣 𝘽𝙖𝙣𝙜𝙡𝙖𝙙𝙚s𝙝 মূলত জন্ম
নিবন্ধন আবেদন করার জন্য একাধিক পদ্ধতি রয়েছে। তবে অনেকেই সঠিক পদ্ধতি গুলি না জানার কারণে
বিভিন্ন সময় হয়রানির শিকার হন এবং সঠিক তথ্য খুঁজে হয়রান হয়ে থাকেন। চিন্তা
করবেন না অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার সকল পদ্ধতি সম্পর্কে এখানে আপনাদের জানানো হবে। 

সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন জন্ম নিবন্ধনের জন্য নতুন
একটি জন্ম নিবন্ধন লিংক ওয়েবসাইট প্রকাশ করেছে যেখান থেকে
আপনি সহজেই আপনার থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন,
গ্রাম সকল কিছু নির্বাচন করার
মাধ্যমে একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন ঘরে বসে। 

ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদান করা
এই লিঙ্কে 
 প্রবেশ করতে হবে। লিংকে প্রবেশের পর আপনি কোথা থেকে জন্ম
নিবন্ধন করতে চান সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাস করা হবে এক্ষেত্রে আপনার বর্তমান
ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি এক হয়ে থাকে তাহলে অবশ্যই স্থায়ী ঠিকানা অথবা
জন্মস্থান সিলেক্ট করে আবেদন করবেন। আর যদি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী
ঠিকানা ভিন্ন হয় এবং আপনি বর্তমান ঠিকানা থেকে নিবন্ধন করতে চান তাহলে আপনাকে
অবশ্যই আপনার স্থায়ী ঠিকানার প্রমাণ সরূপ বাড়ীর দলিল অথবা খাজনার কাগজ এর ফটোকপি
আপনার আবেদনের সাথে জমা দিতে হবে এবং যখন আবেদন করবেন তখন আপনার আবেদনের সাথে
স্ক্যান করে (সর্বেোচ্চ ১০০ কেবি) জমা দিতে হবে।

আমার ব্যক্তিগত মতামত থাকবে আপনি অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা দিয়ে
রেজিষ্ট্রেশন করবেন।

এরপর আপনার নাম ঠিকানা জন্মতারিখ এগুলো পূরণ করবেন এবং আপনার
জন্মস্থান এর ঠিকানা পূরণ করবেন। অতপর আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বার
প্রবেশ করাবেন যদি আপনার জন্ম ২০০০ সালের পরে হয়ে থাকে। আর যদি ২০০০ সালের আগে হয়ে
থাকে তাহলে আপনি আপনার বাবা-মায়ের নাম সঠিক ভাবে বক্সে লিখে দিবেন।

 

এরপর আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দিবেন। তারপরের ধাপে
আপনার মোবাইল নাম্বার এবং ২টি স্ক্যান ফাইল যা ১০০ কেবি এর কম করে জমা দিবেন। তার
পরের ধাপে আপনার সকল ইনফরমেশন পুনরায় দেখানো হবে। দেখে নিবেন সব ঠিক আছে কিনা
সবকিছু ঠিক থাকলে কনফার্ম করে দিবেন। এরপর আপনাদের একটি পিডিএফ ফাইল দেওয়া হবে
সেটি ডাউনলোড করে প্রিন্ট করে আপনার ইউনিয়ন /  কাউন্সিলর অফিসে জমা দিবেন।

 

বিঃদ্রঃ আবেদন করার ১৫ দিনের ভিতর আবেদনপত্র জমা দিতে হয় তা না হলে
আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং পুনরায় আবার আবেদন করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *