ফোন হারালে সঙ্গে সঙ্গে যা করবেন | What can you do? When you lose your phone

অ্যান্ড্রয়েড ফোন ঃ অনেকের
অ্যান্ড্রয়েড ফোন
হুট করে
হারিয়ে যেতে
পারে। অ্যান্ড্রয়েড
স্মার্টফোনে থাকা
মূল্যবান তথ্য
সুরক্ষায় দ্রুত
কিছু সিদ্ধান্ত
নিতে হয়।
তা না
হলে স্মার্টফোন
কোনো দুর্বৃত্তের
হাতে পড়লে
হয়রানির শিকার
হতে পারেন।
তাই স্মার্টফোন
হারিয়ে গেলে
বা চুরি
হলে, সেটি
খোঁজার পাশাপাশি
গুগলের সাহায্য
নিতে পারেন।
জেনে নিন
ফোন হারানোর
সঙ্গে সঙ্গে
যা করবেন:
* অন্য কোনো
স্মার্টফোন বা
পিসি থেকে
গুগলে ফাইন্ড
মাই ফোন
(Find my phone)
লিখুন।


*
গুগল অ্যাকাউন্ট
দিয়ে সাইনইন
করুন। যে
ফোন হারিয়েছে,
সে ফোনে
ব্যবহৃত গুগল
অ্যাকাউন্ট দিয়ে
সাইনইন করতে
হবে।


*
গুগল আপনাকে
আপনার ডিভাইসের
সর্বশেষ অবস্থান
জানিয়ে দেবে।


*
আপনার ফোনের
অবস্থান শনাক্ত
হলে আপনি
তা দূরে
থেকে কল
দিতে পারেন।
জন্য
প্লে সাউন্ড
অপশনে ক্লিক
করতে হবে।
ফোন সাইলেন্ট
বা ভাইব্রেট
মোডে থাকলেও
এতে
মিনিট পূর্ণ
ভলিউমে শব্দ
হবে। অবশ্য
যদি ফোনটি
চুরি হয়ে
থাকে তবে
শব্দ না
করে দূর
থেকে ফোন
লক করে
দিতে পারেন
ফোন লক
করতে হলে ঃ
* আপনি যদি
হারানো ফোনটি
দূর থেকে
লক করতে
চান, তবে
আপনাকে শুরুতে
অন্য ফোন
থেকে android.com/find এখানে
যেতে হবে।
এতে হারানো
ফোনে ব্যবহৃত
গুগল অ্যাকাউন্ট
দিয়ে সাইনইন
করতে হবে।


*
আপনি যদি
একাধিক ডিভাইস
ব্যবহার করে
থাকেন, তবে
যে ডিভাইসটি
হারিয়েছে, তা
নির্বাচন করতে
হবে। একাধিক
প্রোফাইল থাকলে
মূল প্রোফাইল
ব্যবহার করে
তাতে সাইনইন
করতে হবে।


*
ডিভাইস খুঁজে
পাওয়া না
গেলেও এর
সর্বশেষ অবস্থান
আপনি জানতে
পারবেন।


*
এখানে আপনি
Enable lock & erase
অপশনে ক্লিক
করে ফোনে
লক করে
দেওয়ার সুবিধা
পাবেন। চাইলে
ফোনে আপনার
পছন্দের পাসওয়ার্ড,
প্যাটার্ন লক
দিতে পারবেন।
লক স্ক্রিনে
বার্তা বা
ফোন নম্বর
দেখাতে পারবেন।


*
মুছে ফেললে
আপনার ডিভাইসে
যত ডেটা
আছে, তা
মুছে যাবে।
কিন্তু এসডি
কার্ডের তথ্য
মুছবে না।
তবে তথ্য
মুছে দিলে
ফাইন্ড মাই
ডিভাইস অপশনটি
আর কাজ
করবে না
মনে রাখতে
হবে, Find my phone অপশনটি
কেবল ফোন
চালু থাকলে
এবং তাতে
ইন্টারনেট সংযোগ
চালু থাকলে
তবেই কাজ
করবে। তাই
যাঁরা হুটাহাট
ফোন হারিয়ে
ফেলেন, তাঁরা
গুগল অ্যাকাউন্ট
দিয়ে ফোনে
লগইন করার
পাশাপাশি ইন্টারনেট
সংযোগের আওতায়
থাকবেন। লোকেশন
ফাইন্ড
মাই ডিভাইস
অপশন চালু
রাখবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *