আপনি ফ্রিল্যান্সিং জগতের সাকসেস হবেন কিংবা ফেলিওর তা নির্ভর করবে আপনার দুটি চিন্তার মাধ্যমে। আমরা যারা মার্কেটপ্লেসে কিংবা ইন্টারন্যাশনালি কাজে সাকসেসফুল রয়েছি freelancing এ, তাদের সবার মধ্যে একটি কমন বিষয় আছে তাহলোঃ কাজের প্রতি ভালোবাসা।
আসুন জেনে নেই ২ রকম চিন্তা টা কেমনঃ
১) অমুক অনেক টাকা ইনকাম করছে Freelancing করে, আমাকে করতে হবে বা টাকা ই একমাত্র প্রধান উদ্দেশ্য।
২) আমি একটি কাজ পারি খুব ভালোভাবে বা আমার একটি বিষয়ের উপর খুব বেশি আকর্ষণ আছে সেটা কে আমার স্কিলে রূপান্তরিত করে আমি ফ্রিল্যান্সিং করব।
আমি জানি যে ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্য টাকা ইনকাম করা তবে এটি একমাত্র উদ্দেশ্য হলে আশাজনক ভাবে আপনি ব্যর্থতা মুখ দেখবেন।
কিভাবে?
আমি আমার কথা বলি কিছুটাঃ
আমি একজন ওয়েব ডেভেলপার এবং ছোট খাটো গ্রাফিক্স ডিজাইনার। ওয়েবসাইট নিয়ে রিসার্চ করতে কিংবা তথ্য জানতে বা ওয়েব নিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি চাইলেই 5 ঘণ্টার জায়গায় 10 ঘন্টা কাজ করলে আমার অতটা সমস্যা হবে না। কারন আমি কাজটিকে ভালোবাসি এবং এর Details জানতে পারলে আমি খুশি হবো।
অথবা,
ভাবতে পারেন যদি আপনার গেম খেলা ভালো লাগে আপনি গেম সম্পর্কে বেশি ধারণা নিতে বা গেম স্কিল ডেভেলপমেন্ট করতে আরো পছন্দ করবেন। ধরুন আপনাকে কেউ টাকা দিচ্ছে কারণ আপনি অনেক ভালো গেম খেলতে পারেন। ব্যাপারটা মজার না?
অন্যদিকে আপনার ইচ্ছা অনেক টাকা ইনকাম করা এবং আপনার গেম খেলা মোটেই পছন্দ না। বরং আপনি টাকা ইনকামের জন্য গেম খেলা শিখছেন। এখন আপনি বলুন এই গেম খেলায় কে বেশি উন্নত করবে, আপনি? নাকি যে গেম খেলা পছন্দ করে সে? নিশ্চিত যে পছন্দ করে সে ই জিতবে।
Freelancing ও এমনই।
আপনার কাজকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি একটু দেরিতে হলেও জিতবেন অবশ্যই।
আবার যদি আমার কথা বলি, বর্তমান মাসে আমার যদি অনেক কম টাকা উপার্জন হয় বা নাও হয়, তবুও আমি খুশি কারন আমি আমার কজটি ভালোবাসি। তবে আমার কাজটি যদি আমার ভালো না লাগতো? ফ্রিল্যান্সিংয়ের প্রতি আমার বিরক্তি লাগা শুরু হতো এবং একসময় আমি এই সেক্টর ছেড়ে দিতাম।
তাই যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া কোন কাজ শিখব? তখন আমি অবশ্যই তাকে এটি বলি সবার পূর্বে যে, আপনার যেই কাজ ভালো লাগে আপনি সেই কাজটি শিখুন সেটা হোক বড় সেক্টর কিংবা ছোট সেক্টর তবে আপনাকে এক্সপার্ট হওয়া লাগবে এটা ইম্পর্টেন্ট।
বাংলাদেশের মানুষ শুধু জানে দুই থেকে তিনটি কাজের কথা(Web Development/ Graphic Design/ digital marketing) এর বাহিরে যে হাজারো কাজ রয়েছে High Demand এর। তা অনেকে জানেও না।
তাই নিজের Skills গুলো লিমিট করে ফেলাই এবং জোরপূর্বক এমন কাজ করে যা তার ভালই লাগেনা, পরবর্তীতে যা আসে সেটা ফেল।
নিচে আমি কিছু কাজের লিস্ট দিচ্ছি যার অনেক ফ্রিল্যান্সিং কাজ আছে মার্কেটপ্লেসে, যা আপনি করতে পারবেন, যা আপনার ভালো লাগেঃ
– যাদের লেখালেখি ভালো লাগে তাদের জন্য(Writing)
– বা যাদের আঁকা আঁকি সহ ডিজাইন ভালো লাগে তাদের জন্য (Graphic)
– যাদের ওয়েবসাইট ভালোলাগে কিংবা ওয়েবসাইট রিসার্চ বা ওয়েব পেজ নিয়ে ঘাটা-ঘাটি ভালোলাগে তাদের জন্য Best হলো (Web Development)
– যাদের মার্কেটিং নলেজ ভালো কিনবা মানুষকে ভাল কনভেন্স বা বুঝাতে পারেন তাদের জন্য বেস্ট হল (Digital Marketing)
– আপনার যদি মানুষের সাহায্য করতে ভাল লাগে বা Employee কাজ করতে ভালো লাগে তাহলে আপনি (Virtual Assistant) হয়ে কাজ করতে পারেন।
– আপনার যদি কার্টুন নিয়ে আগ্রহ থাকে কিংবা আপনার যদি থ্রিডি এনিমেশন নিয়ে আগ্রহ থাকে তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে (Animation/3D/2D) নিয়ে কাজ করা।
– এবং আপনার যদি ভিডিও এডিট ভালো লাগে বা Video নিয়ে কাজ করতে চান তাহলে Best হচ্ছে (Video Editor) sector গুলো।
আপনি আপনার স্কিল এবং ভালো লাগার মত একটি কাজ বাছাই করুন, দরকার হলে গুগল ইউটিউব এ আপনার পছন্দের কাজ সম্পর্কে সার্চ করে আরো বিস্তারিত জানুন। তারপর কাজ শুরু করুন। আশা করি এভাবে করলে আপনার Freelancing Career খুশির হবে। নাহলে শুরুর প্রথমে অনেক মাস নষ্ট হবে শুধু এটি বুঝতেই।
আপনি কাজ করুন, কাজকে ভালোবাসুন,কাজ-ই একদিন আপনাকে অর্থের ঠিকানা দিবে।
Happy Freelancing