মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড | What is Microsoft Office Word or MS Word

What is MS Word

যেকোনো লেখালেখির কাছে ব্যবহার
করা হয় এই সফটওয়্যারটি।  তবে মাইক্রোসফট অফিস
কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড না। আমাদের অনেকের মাঝেই এই ভুল ধারণাটি রয়েছে। আমরা অনেকেই
মনে করে থাকি যে মাইক্রোসফট অফিস মানেই মাইক্রোসফট ওয়ার্ড বা লেখার জন্য যেই সফটওয়্যারটি
ব্যবহার করা হয় সেটি। কিন্তু আসলে মাইক্রোসফট অফিস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল,
পাওয়াপয়েন্ট, পাবলিশার, পাওয়ারপয়েন্ট এর সমন্বিত নাম। অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট অফিস
সফটওয়্যারটি ইনস্টল করেন তাহলে আপনি এই সবগুলো সফটওয়্যার একসাথে পেয়ে যাবেন।

 

উইকিপিডিয়ারতথ্য মতে,

“মাইক্রোসফট
অফিস
 একটি অফিস স্যুট, যেটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট
উইন্ডোজ সার্ভার এবং পরিষেবা এবং
 ম্যাক অপারেটিং সিস্টেমের একটি
অফিস স্যুট। এটির প্রথম ঘোষণা দেন
 বিল গেটস, ১লা আগস্ট, ১৯৮৮ সালে লাস ভেগাসে। প্রথমে এটি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল  মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর
একটি সম্মিলিত বান্ডল হিসাবে ছিল ”

“১০ জুলাই, ২০১২
সালে
 সফটপিডিয়া বিশ্বব্যাপী ব্যবহারকারির সংখ্যা ১০০
কোটি বলে উল্লেখ করে। মাইক্রোসফট অফিস-২০১৩ উইন্ডোজের জন্য পাবলিশ করা হয় ১১ অক্টোবর,
২০১২ সালে, এবং ম্যাক ওএস এর জন্য মাইক্রোসফট অফিস ২০১১ চালু করা হয় ২৬ অক্টোবর, ২০১২
সালে।
 এটির
মোবাইল সংস্করণ
 অফিস মোবাইল নামে উইন্ডোজ ফোন, আইওএস (আইফোন ও আইপ্যাড-এর জন্য আলাদা) এবং এনড্রয়েড ফোনের জন্য বিনামুল্যে প্রকাশিত আছে। ওয়েব
ভিত্তিক অফিস অনলাইন-ও চালু আছে। উইন্ডোজ এবং ম্যাক ওএস এর বর্তমান ডেস্কটপ সংস্করণের
জন্য
 অফিস ২০১৬, যা ২২শে সেপ্টেম্বর,
২০১৫
 এবং
৯ই জুলাই, ২০১৫
 সালে মুক্তি পেয়েছে।”

এখন আপনার মনে প্রশ্ন আসতে
পারে : উইন্ডোজ কি ? ম্যাক ও এস কি?

এক কথায় উত্তর দেওয়া যায়
এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম যা আলাদা আলাদা কোম্পানি বের করেছে। আরো বিস্তারিত জানতে
অপারেটিং সিস্টেম
আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।

এবার চলুন জেনে নেই কিভাবে
মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন এবং ওপেন করবেন।

মাইক্রোসফট এর অফিস ২০০৭
বর্তমানে অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অফিস আদালতে
এখনো মাইক্রোসফট অফিস ২০০৭ ব্যবহার করা হয়ে থাকে।

যদি আপনি মাইক্রোসফট এর
অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে চান তাহলে বর্তমানে মাইক্রোসফট ৩৬০ প্রোগ্রামটি কিনতে
হবে, যা সাবস্ক্রিপশন বেস প্রোগ্রাম। প্রতি বছর ৯৯ ডলার এর সাবক্রিপশন নিতে পারেন যদি
আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান। আর যদি আপনার ব্যবসার কাজে ব্যবহার করতে চান
তাহলে নিচের এই প্যাকেজগুলো থেকে আপনার পছন্দমত সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন।

Office Price


*******
ভাই আমার তো টাকা পয়সা নাই *************

নো চিন্তা !!! আই এম হেয়ার।

যারা আমার মত গরিব না হয়েও
ইন্টারনেট এ গরিবভাবে চলতে চান তাদের জন্য রয়েছে অফুরন্ত অফার। তবে সমস্যা হলো ভাইরাস
এটাক হতে পারে যে কোনো সময়। যদিও এখন পর্যন্ত আমার দেখা মতে এ সমস্যা বাংলাদেশে ১-২%
মাত্র। সো আমরা নিশ্চিন্তে এই পদ্ধতিতে ব্যবহার করতে পারি। সো প্রথমেই আপনারা চলে যেতে
পারেন টরেন্ট এ । এখন আপনি যদি না জানেন টরেন্ট কি জিনিস তাহলে পড়ে নিতে পারেন আমাদের
টরেন্ট এর নাড়িভুড়ি
আর্টিকেলটি। যাই হোক টরেন্ট এ গিয়ে সার্চ দেন পেয়ে যাবেন। এখন আপনি যদি টরেন্ট থেকে
নামাতে না চান তাহলে আপনি চলে যান গুগলে অথবা চলে যান এই ওয়েবসাইটে। ডানপাশে দেখেন সার্চ
অপশন আছে। এখানে সার্চ দিন আপনার পছন্দের অফিস ভার্সনটি এবং ইনস্টল করে ফেলুন।

ইনস্টল করা শেষ!!! এবার
কিভাবে ওপেন করে কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত পেয়ে যাবেন নিচের ভিডিওতে।

 

আর্টিকেলটি
ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *