আমরা সবাই জানি যে, কম্পিউটারে কোনো এপস বা সফটওয়্যার
তৈরি করতে হলে আমাদের ডাউনলোড করতে হয় সেই সফটওয়্যারটিকে এরপর ইন্সটল করতে হয় আমাদের
কম্পিউটারে তারপর আমরা সেই সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারি।
কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে, চাইলেই
আমরা যেকোনো ওয়েবসাইটকে আমাদের কম্পিউটারে এপস হিসেবে ব্যবহার করতে পারি।
কি অবাক হচ্ছেন!
চলুন জেনে নেই কিভাবে যেকোনো ওয়েবসাইটকে আমাদের
কম্পিউটারে এপস হিসেবে ব্যবহার করতে পারি।
সর্তকীকরণঃ এই পদ্ধতি শুধুমাত্র ইউন্ডোজ
১০ এর গুগলক্রম ও মাইক্রোসফট ইডজ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। আপনি এই ধরনের ব্যবহারকারী
না হয়ে থাকলে আপনার জন্য এক বালতি সমবেদনা।
আপনি কি প্রতিদিন ই আমাদের ওয়েবসাইট ভিজিট করেন?
প্রতিদিন আপনি ব্রাউজার ওপেন করেন তারপর আমাদের
ওয়েব এড্রেস লিখেন অথবা গুগলে সার্চ করে তারপর আমাদের ওয়েব সাইটে আসেন?
তাহলে আপনার জন্য আজকে আমাদের এই এপস বানানোর
কৌশল ।
আপনি যদি প্রতিদিন উপরের কাজগুলো করে থাকেন যে
কোনো ওয়েবসাইট এর জন্য তাহলে আপনি সেই ওয়েবসাইটটিকে একটি এপস হিসেবে বানিয়ে নিতে পারেন
এতে করে আপনার কি-বোর্ড এবং মাউস এর ক্ষয় অনেক কমে যাবে । অর্থাৎ আপনাকে ক্লিক এবং
ওয়েব এড্রেস লিখতে আর হবে না। আপনি যাস্ট এক ক্লিকেই ওয়েবসাইট ওপেন করে নিতে পারবেন।
এই জন্য প্রথমে যেতে হবে গুগলক্রম বা মাইক্রোসফট
ইডজ ব্রাউজারে। এবার যেই সাইটটিকে আপনি এপস বানাতে চান ওই সাইটের এড্রেস টাইপ করে চলে
যান সাইটে। এবার ডান পাশে দেখুন তিনটি ডট রয়েছে। গুগলক্রমে দাড়িয়ে আছে আর মাইক্রোসফট
ইডজ এ শুয়ে আছে। সেখানে ক্লিক করুন সাথে সাথে একটি লিস্ট চলে আসবে। এবার গুগলক্রম বাসীরা
দেখুন MORE TOOL নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবং এর ভিতরে আর একটি লিস্ট
আসবে সেখানে পাবেন CREATE SHORTCUT…. এখানে ক্লিক করুন। এবার উপরে একটি পপ আপ আসবে
সেখানে OPEN AS WINDOW চেক করে দিয়ে CREATE এ ক্লিক করুন। এবার দেখুন আপনার ডেস্কটপে
সেই ওয়েবসাইটের একটি এপ আইকন চলে আসছে এবার যেকোনো সময় শুধু এই এপে ডাবল ক্লিক করলেই
চলে আসবে সেই ওয়েবসাইট।
মাইক্রোসফট ইডজবাসীরা ও সেই লিস্টের থেকে APPS
নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করার পর আরও একটি মেনু আসবে সেখানে INSTALL
THIS SITE AS AN APP এই লেখায় ক্লিক করুন। একটি পপ আপ মেনু আসবে সেখানে INSTALL এ ক্লিক
করুন। ব্যস হয়ে গেলো ইন্সটল করা। এবার উইন্ডোজ ১০ এর সার্চ বক্সে সার্চ করুন সেই ওয়েবসাইটের
নাম দেখবেন একটি এপস চলে আসছে এবার ক্লিক করুন – ওপেন করুন – ব্যবহার করুন।
তো আজকে আমরা শিখলাম কিভাবে কোডিং ছাড়াই যে কোনো
ওয়েবসাইটকে ১ সেকেন্ড এ আমাদের কম্পিউটারের এপ বানিয়ে ফেলতে পারি। আরো ভালো করে বুঝতে
চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। আর চাইলে এই টিক্সটি আপনার বন্ধু ও পরিবারের
সাথে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ