Install Xampp and WordPress in Linux

 

wordpress install in linux

WordPress কি এবং কি কি কাজে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয়?

আসলে, বিশ্বের সব থেকে সেরা এবং প্রচলিত CMS software হলো WordPress. এই অনলাইন সফটওয়্যার এর মাধ্যমে, যেকোনো ধরণের ওয়েবসাইট বানানো অনেক সহজ। এবং,
যদি এর ব্যাপারে আপনার কোনো
ধরণের জ্ঞান না থাকে
, তাহলে চিন্তা করবেননা। আপনি আমাদের
এই ব্লগ থেকে ওয়ার্ডপ্রেসের এ টু জেট জানতে পারবেন আশা করছি।

তাছাড়া, WordPress online CMS software ব্যবহার করাটা কিন্তু অনেক সহজ।
এবং
,
বিশ্বের প্রায় ৬৫% ওয়েবসাইট আজ ওয়ার্ডপ্রেস
দ্বারা তৈরি।
Netcraft দ্বারা প্রচার করা
সার্ভেতে পাওয়া গেছে যে
, বিশ্বের প্রায় ৭৫ হাজার লক্ষ থেকেও বেশি ওয়েবসাইট WordPress CMS
software
 দ্বারা বানানো।

তাই, WordPress কতটা বেশি পপুলার ও
জনপ্রিয়
,
সেটা তো আপনারা বুঝতেই পারছেন।

সোজা ভাবে বললে, “WordPressএমন একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি
নিজের একটি ওয়েবসাইট (
website) বা ব্লগ (blog) তৈরি করতে পারবেন। এবং, এই মাধ্যম
কতটা জনপ্রিয় এবং সহজ
, সেটা বোঝা যায় এর ব্যবহারকারীদের অধিক
সংখ্যার ওপরে। ইন্টারনেটে থাকা কোটি কোটি সব ওয়েবসাইট গুলির ভেতরে ৩৪% থেকেও বেশি
ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি।

এখন, “WordPress মানে কিএই ব্যাপারে যদি অল্প টেকনিক্যালি (technically) বলা হয়, তাহলে সেটাও বুঝে নেয়াটা
অনেক সহজ।

WordPress হলো সব থেকে বেশি পপুলার একটি open source
Content Management System (CMS)
, যেটা যে কেউ
নিজের ওয়েব সার্ভারে (
web server) ফ্রীতেই ইনস্টল করে, যেকোনো রকমের একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।

ওয়ার্ডপ্রেস বিশ্বের সব থেকে শক্তিশালী কিন্তু অনেক সহজ
একটি ফ্রি অনলাইন ওয়েবসাইট তৈরি করার মাধ্যম যেটাকে
PHP র দ্বারা লিখা হয়েছে।

মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস
দ্বারা ওয়েবসাইট বানানোর জন্য
, আপনার একটি ওয়েব
হোস্টিং একাউন্ট বা হোস্টিং সার্ভার থাকতে হবে। এবং
, তারপর আপনি নিজের সার্ভারে এই WordPress CMS install করে যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।

এমনিতে, ওয়েবসাইট তৈরি করার
জন্য আরো অনেক ধরণের
online CMS software রয়েছে। যেমন, Joomla, Drupal
ইত্যাদি ইত্যাদি।
এই, CMS software গুলিও ব্লগ ও ওয়েবসাইট তৈরির জন্য অনেক পপুলার। কিন্তু, ওয়ার্ডপ্রেস এর তুলনায় অনেক বেশি কম।

যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে
আমাদের একটি হোস্টিং সার্ভারের প্রয়োজন সেক্ষেত্রে আমরা যদি চাই যেকোনো হোস্টিং সার্ভার
সেলার থেকে আমরা হোস্টিং কিনে ব্যবহার করতে পারি। কিন্ত আমাদের তো এখনো ওয়ার্ডপ্রেস
সম্পর্কে তেমন আইডিয়া নেই তাই আমরা প্রথমে আমাদের কম্পিউটারে থাকা স্টোরেজকে
আমাদের সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি Xampp Server এর মাধ্যমে।

XAMPP Server কী? 

ওয়েব ডেভলাপমেন্ট
করতে গিয়ে ওয়েবসাইট কোন একটা জায়গায় রাখতে হয় । সেটাকে সার্ভার বলে । সার্ভার
অনলাইনে বা লোকাল কম্পিউটারেও থাকতে পারে। লোকাল কম্পিউটার মানে আপনি যে
কম্পিউটারে কাজ করবেন সেটিকে সার্ভারে পরিণত করার একটি সফটওয়্যার হল
XAMPP Server

এই সফটওয়্যারটি ইন্সটল করলে একসাথে সার্ভারের
জন্য ডাটাবেসসহ বাকি সফটওয়্যারগুলো ইন্সটল হয় । তারপর
XAMPP Server এর htdocs ফোল্ডারের ভিতর ওয়েবসাইটের ফাইল
রেখে ওয়েবসাইট টেস্ট করা যায় ।
XAMPP এর A-Apache সার্ভার সফটওয়্যার যা ওয়েবসাইট সার্ভ করে , M-MariaDB ডাটাবেস , P-PHP/Perl প্রোগ্রামিং
ভাষা ।

আপনি যদি পিএচপি প্রোগ্রামিং ভাষা শিখতে চান বা পিএইচপি প্রোগ্রামিং ভাষা দিয়ে
কোন ওয়েবসাইট বানাতে চান তাহলে
XAMPP ব্যবহার করতে পারেন
। WordPress হচ্ছে একটি পিএচপি ফ্রেমওয়ার্ক যা দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারি খুব
সহজেই কোন কোডিং করা ছাড়াই।

লিনাক্স এ XAMPP ডাউনলোড করতে এখানে ক্লিক করুনডাউনলোড করার পর কিভাবে ইন্সটল করবেন এবং
কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তা দেখতে পারেন নিচের ভিডিও থেকে:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *