Freelancing এর Future কি? কি করলে কি হবে?

আমরা ফ্রিল্যান্সিং বা যেকোনো অনলাইন প্রফেশনে থাকার সময় ভাবি এখন যেভাবে চলছে হয়তো পরে এর থেকেও ভালো চলবে।

কিন্তু সমসময় কি তাই থাকবে?

এখন থেকেই কিভাবে Future এর জন্য প্রস্তুত হবেন তাই একটু Practically ভাবি চলেন।

  • যেকোনো একটা Offline বা Office Based Job থেকে ফ্রিল্যান্সিং এ সময় আর Effort দেওয়া লাগে প্রায় 3 থেকে 5 গুন বেশি। তাও আমরা নিজের Schedule নিজের মত করে সাজানোর জন্য, পরিবারের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য Freelancing কেই বেছে নেই।

যারা শুরু করেছেন বা এখন মোটামোটি কাজ করছেন তারা জানেন এই সেক্টর টা কতটা Unstable.

আপনার একমাসে 1000$ আসলে পরের 3 মাস 50$ করেও নাও আসতে পারে।

এখন আপনি Young এবং Pocket খরচ চললেই হয়, তাই তেমন কিছু ভাবা লাগে না।

কিন্তু যাদের Family এই freelancing এর টাকায় চলে তারা জানে Order না আসার আসল দুঃচিন্তা কি।

আরেকটা সমস্যা হল, আমাদের 5 মাস ভালো ইনকাম আসলে আমরা নিজেদের Lifestyle Change করে ফেলি। দামি দামি জিনিস কিনে, বেশি খরচ করার অভ্যাস করে ফেলি। যা পরে ইনকাম কমে গেলেও থেকে যায়, আর আমরা ধারদেনা করা শুরু করে দেই।

এভাবে চলতে থাকলে Future এ আপনার কি কি Face করতে হবে-

  • আপনি সবসময় কাজ করার মত সুস্থ বা মনোবল এ থাকবেন না। কয়েকবছর পর আপনার Back Pain শুরু হবে, চোখে সমস্যা হবে, Migraine Pain শুরু হবে আর রাত জাগার কারণে Acidity বেড়ে যাবে। তাই আপনি আর আগের মত effort দিয়ে কাজ করতে পারবেন না।
  • মার্কেট অনেক চেন্জ হবে, আপনি সবসময় নতুন tool বা নতুন trend follow করতে পারবেন না, বা শিখার মত মানুষিকতায় থাকবেন না। তাই আপনার Service এর Demand কমে যাবে, আর আপনার সেল কমে যাবে।
  • Savings না থাকলে আপনার কোনো বিপদে, বা খারাপ সময়ে মানুষের থেকে help চাইতে হবে। আপনার নিজের কোনো বিজনেস শুরু করার মত Investment থাকবে না।

এখন আসি আপনি কিভাবে এত সমস্যা থেকে বাচার ব্যবস্থা আজ থেকেই করা শুরু করবেন-

  • যা ই ইনকাম করবেন তার 20% থেকে 30% Savings রাখবেন, মনে করবেন এই টাকা দুনিয়াতেই নাই। মানে কিছু plan করার সময় এটা গুনায় ধরবেন না।
  • নিজের খরচ বাড়াবেন না অযথা।
  • Friend দের সাথে বের হলে, (ও কামাই করে তাই ও ই বিল দিবে) এমন হতে দিবেন না। আপনি কামাই করেন এটা কোনো দোষ না। তাই সবাই সমান ভাগ করে বিল দিবেন।
  • নিজের ইনকাম কাউকে জানাবেন না। কাউকেই না!
  • নিজের খরচ যতটা কম রাখতে পারবেন তত ভালো
  • হুদাই আপনি ফটোশপে বা Illustrator এ ডিজাইন করেন কিন্তু 2/3 লাখ দিয়ে PC বানিয়ে বসে থাকবেন না। “Bangladesh এর গ্রামের রাস্তায় Lamborghini চালাইলে লাভ হবে না, হুদাই রিক্সা আইসা আপনারে মাইরা দিয়া যাইবো গা।” তাই যতটুক প্রয়োজন তার থেকে একটু বাড়িয়ে নেন, অতো বেশি না।

Online এ কি করবেনঃ

  • বিভিন্ন Asset বানিয়ে রেখে দেন, যা থেকে Passive Income আসতে থাকবে। (Freepik + Microstocks, Themeforest, Udemy or Any Courses, Blogs, Affiliate Promotions etc)
  • Team বানান, market demand এর সাথে টিম সেটা শিখে নিবে, আপনি ম্যানেজ করবেন।
  • Agency বা Company বানিয়ে ফেলেন।

Offline এ কি করতে পারেনঃ

  • যেহেতু অনলাইনে টাকা বেশি আসে, তাই সেই টাকা দিয়ে Offline এ কিছু একটা করেন, বিজনেস, Investment, Farming, জায়গা কিনেন, ঘর বানিয়ে ভাড়া দেন, গ্রামে গরু কিনেন, দোকান দেন, কিছু একটা করেন যাতে Backup থাকে।

আপনার আজ যেই income, তা কাল না বেড়ে একদম কমে যেতে পারে। সেভাবেই মানুষিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন।

আশা করি বড় ভাইদের পাত্রে কত কত Dollar আছে তার দিকে না তাকিয়ে।

নিজের সব কয়টি ডিম (😜) কয়টা পাত্রে রেখেছেন তা দেখবেন।

গুরুজনেরা বলে, একই পাত্রে সব ডিম রাখতে নেই।

Best of Luck!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *