কী বোর্ড সম্পর্কে আমাদের অনেকের ই ধারণা রয়েছে। আমরা যারা নতুন নতুন কম্পিউটার চালানো শিখবো বা শিখছি বা না শিখেই চালাচ্ছি আমাদের সবারই কিবোর্ড কি জিনিস এবং কিভাবে এর পুরোপুরি ব্যবহার করা যায় সে সম্পর্কে ধারণা রাখা অনেক বেশি জরুরি।
তো চলুন চিনে নেই কী বোর্ড এর কোন Key কোন কাজ করে।
ESC: এই Key দ্বারা ভুল বশত কোন কমান্ড প্রদান করলে তা বাতিল করা যায়।
F1 – F12: এই Keyগুলোকে বলা হয় ফাংশন Key. অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশনাল কাজ করা হয় এই Key গুলো দ্বারা।
Tab: এই key দ্বারা কার্সারকে নির্দিষ্ট দূরত্বে ডানে সরানো যায়।
Caps Lock: CapsLock যদি On থাকে তাহলে লেখাগুলো সব বড়হাতের হয়ে যায়। আবার CapsLock যদি off থাকে তাহলে সব লেখা ছোটহাতের হয়।
Shift: এই key দ্বারা বিভিন্ন সফটওয়্যার এ বিভিন্ন কাজ করা যায়। তবে এর বেসিক কাজ হচ্ছে এই Key চেপে ধরে রেখে অন্য Key দিলে তা বড় হাতের লেখা হয়।
Ctrl: এই key ও shift key এর মত, অর্থাৎ এরা একা একা কাজ করতে পারে না সাথে অন্য কাউকে প্রয়োজন পড়ে। যেমন Ctrl key চেপে ধরে Z key চাপলে পিছনে ফিরে আশা যায়। মানে কোন কাজ যদি ভুল হয়ে যায়, ভুলের আগে ফিরে যেতে Ctrl + Z চাপা হয়।
Alt: এই key ও একা একা কাজ করে না অন্য key এর সাহায্যে বিভিন্ন কাজ করা যায়।
Space Bar: মূলত কোন লেখা বা বর্ণের পর একটু গ্যাপ দিতে এই Space Bar ব্যবহৃত হয়।
Enter: এই Key দ্বারা কার্সরকে এক লাইন থেকে আরেক লাইনে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় এবং নতুন paragraph নেওয়ার জন্য ব্যবহার করা হয়।
0-9: এই key গুলোকে নিউম্যারিক Key বা নাম্বার key বলা হয়। সংখ্যা লেখার জন্য এই key গুলো ব্যবহার করা হয়।
A-Z: A-Z পর্যন্ত Key গুলোকে Alphabet key বলে। অক্ষর টাইপ করার জন্য এই Keyগুলো ব্যবহার করা হয়।
Delete: এই Key দ্বারা কার্সর যে অবস্থানে আছে তার ডান পাশের লেখাকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়।
Backspcae: এই Key দ্বারা কার্সর যে অবস্থানে আছে তার বাম পাশের লেখাকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়।
Home: এই Key দ্বারা কার্সর যে লাইনে আছে সেই লাইনের প্রথমে রাখার জন্য ব্যবহার করা হয়।
End: এই Key দ্বারা কার্সর যে লাইনে আছে সেই লাইনের শেষে রাখার জন্য ব্যবহার করা হয়।
Page UP / Page Down: এই Keyগুলো পৃষ্ঠার উপরের ও নিচের অংশে যেতে সাহায্য করে।
তো এই হচ্ছে কী বোর্ড সম্পর্কে প্রাথমিক ধারণা । এই বিষয়গুলো মাথায় রাখলেই কম্পিউটার এ টাইপ করা বা চালনা করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আশা করছি।
কীভাবে টাইপ করার জন্য কীবোর্ডে হাত রাখতে হয় সে বিষয়ে জানতে এইখানে ক্লিক করুন।
ধন্যবাদ