ফেসবুক পেইজের ইউজারনেইম পরিবর্তন সমস্যার সমাধান | You’re not Eligible To Create a Username For Facebook Page

 

অনেক সময় আমরা আমাদের ফেসবুক পেইজ তৈরি করে থাকি। কিন্তু
যখন আমরা আমাদের এই পেইজগুলোতে ইউজার নেইম দিতে যাই তখন আমাদের নতুন পেইজের কারণে আমাদেরকে
ইউজার নেম সেট করতে দেয় না ফেসবুক।





ইউজারনেইম হচ্ছে শট ইউআরএল যেটা দ্বারা খুব সহজেই আমরা
আমাদের ফেসবুকের শত শত পেইজ না খুজে সরাসরি আমাদের পেইজ এ চলে যেতে পারে। এ ইউজারনেইম
এর কারণে খুব সহজেই কাস্টমার আমাদের পেইজের কথা মনে রাখতে পারে। আর তাই ইউজারনেইম সব
সময় সহজ এবং ছোট হওয়া উচিত যাতে করে মনে রাখতে সহজ হয়।




মূলত চারটি কারণে আমাদেরকে ফেসবুক আমাদের নতুন পেইজের
ইউজারনেইম পরিবর্তন করতে দেয় নাঃ


১। আপনার পেইজটি নতুন অথবা আপনি গত ১ সপ্তাহের মধ্যে
অনেকগুলো পেইজ খুলেছেন।


২। সর্বনিম্ন ২৫টি লাইক নেই।

৩। আপনার ফেসবুক প্রোফাইল নতুন।

৪। আপনার ফেসবুক প্রোফাইল ফোন নাম্বার ভেরিফাইড না।



এবার আসি সমাধান এ-



আমরা আমাদের ফেসবুক পেইজের ইউজারনেইম পরিবর্তন করতে চাইলে
প্রথমেই আমাদেরকে একজন এডমিন এড করতে হবে আমাদের ফেসবুক পেইজে।


এবার সেই এডমিনকে বলতে হবে ইউজার নেইম তৈরি করতে, এবং
তখন সে এই ইউজারনেইম তৈরি করতে পারবে।




আশা করছি আপনারা আপনাদের পেইজের ইউজার নেইম এভাবে পরিবর্তন
করতে পারবেন।




বিষয়টি আরো ভালোভাবে বুঝতে চাইলে নিচের ভিডিওটি দেখে
নিতে পারেন।



ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *