Banner AD Design in Photoshop | ব্যানার এড ডিজাইন করুন ফটোশপে

 আসসালামু আলাইকুম,

আজকে আমরা দেখবো কিভাবে একটি বিক্রয় বা সেল পোস্টার
তৈরি করা যায়।

 

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে নতুন হয়ে থাকেন তাতে
ও কোনো সমস্যা নেই । আমি এই টিউটোরিয়াল এর সকল স্ক্রিনশট দিয়ে দিবো এবং এই প্রজেক্ট
এর পিএসডি ফাইল ও দিয়ে দিবো।

তো প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে, যেহেতু
আমরা একটি এড বানাতে চাচ্ছি তারমানে আমাদের এই এডটিকে কাস্টমার এর কাছে আইক্যাচি বা
আকর্ষনীয় করে বানাতে হবে যাতে আমাদের এড এ কাস্টমার ক্লিক করে।

রিসোর্চঃ

ছবি : সানগ্লাস

ফ্রন্ট যা ব্যবহার করেছিঃ

আরিয়াল ফ্রন্ট

রেলওয়ে ফ্রন্ট

স্টেপ – ১ :

প্রথমে ফটোশপে চলে যান এবং একটু নতুন ডকুমেন্ট
তৈরি করুন। এক্ষেত্রে ২ভাবে নতুন ডকুমেন্ট তৈরি করা যায় : ১. ফাইল থেকে নিউ অপশনে ক্লিক
করুন এবং সাইজ দিয়ে নতুন ডকুমেন্ট তৈরি করে ফেলুন, ২. কন্ট্রোল + এন প্রেস করুন সাইজ
দিয়ে ফাইল ক্রিয়েট করুন। তো আমরা আজকে ইন্সটাগ্রামের জন্য এড তৈরি করবো তো আমাদের এড
এর সাইজ হবে ১০৮০ * ১০৮০ পিক্সেল।

 

এবার যদি লেয়ারটি লক করা থাকে সেটিকে আনলক করে
নিন এবং তারপর লেয়ারের ডানপাশে ডাবল ক্লিক করুন তাহলে লেয়ার স্টাইল পপ আপ হবে এবং সেখান
থেকে গ্রিডিয়েন্ট ওভারলে টিক করে দিন । এবার গ্রিডিয়ান্ট ওভারলে থেকে স্টাইলকে রেডিয়াল
করে দিন এবং কালার প্রথমে একটু ব্রাইট কালার নিন এবং দ্বিতীয়টা একটু ডার্ক কালার নিন
এবং ওকে করুন। আমাদের ব্যাকগ্রাউন্ড নেয়া শেষ।

এবার ইলিপস টুল দিয়ে একটি রাউন্ড সেপ তৈরি করুন
এবং সেটির ফিল কালার হলুদ করে দিন। এইবার এই গোল বৃত্তটিকে বাম পাশে নিচের দিকে নিয়ে
একাংশ ভিতরে তিনাংশ বাইরে রেখে দিন। এই লেয়ারের ডান পাশে ডাবল ক্লিক করুন এবং লেয়ার
স্টাইল পপ আপ থেকে এই লেয়ারে সামান্য ড্রপ সেডো দিয়ে দিন। এক্ষেত্রে ব্লেন্ড মোড মাল্টিপল,
ওপাসিটি ৫০%, এনগেল-১৩০ ডিগ্রি দিয়ে ওকে করুন। এবার রেগটানগেল টুল নিয়ে রাউন্ড সেপটার
সাথে লাগিয়ে একটি লাইন টেনে দিন যাতে মনে হয় এই সারকেলটির সাথে লাইনটি জয়েন্ট করা।

এবার টাইপ টুল সিলেক্ট করুন এবং কিছু ডট নিন
অবশ্যই হলুদ কালারের নিতে হবে। এবার এই ডট গুলোকে কপি করুন Ctrl + J দিয়ে। কপি করা
ডটগুলো একটু নিচে নিয়ে ডানে সরিয়ে নিন। এবার এই দুইটা টেক্সট লেয়ার একসাথে সিলেক্ট
করে মাউস এর রাইট বাটন প্রেস করে Convert to smart Object প্রেস করে দিন। এবার এই স্মার্ট
অবজেক্টকে কপি করে নিন এবং ইচ্ছামত বামে ডানে নিচে বসিয়ে নিন। এক্ষেত্রে ডটগুলোকে সোজা
করতে Ctrl + T প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করলে Rotate 90
° CW এই অপশনটি সিলেক্ট করলেই হয়ে যাবে। এবার
আবার টেক্সট টুল নিয়ে একটি প্লাস (+) টাইপ করুন এবং এটাকে ও সেইম ভাবে ইচ্ছামত বামে
ডানে নিচে বসিয়ে নিন এক্ষেত্রে যখন সাদা করতে যাবেন আবার পুনরায় Convert to smart
Object করে নিন যেটিকে সাদা কালার করবেন।

Round Rectangle Tool নিয়ে নিচের দিকে একটি
Round Rectangle সেপ নিন। এবার এখানে ORDER NOW লিখাটি লিখুন এবং গ্রুপ করে নিন। এবার
এই গ্রুপ টিকে মিডেল এ নিন নিচের দিকে নিয়ে যান।

 

এবার আমরা আমাদের টেক্সটগুলো লিখবো। প্রথমে লিখবো
Black, এবার এই লেখাটিতে আমরা ড্রপ সেডো দিয়ে দিবো 90
° এনগেল এ। এবার আমরা Friday লিখবো। এবং এই
Friday লেয়ারটিকে আমরা Black লেয়ারের নিচে নিয়ে যাবে। এবার পেন টুল দিয়ে আমরা একটি
ডিজাইন করবো এবং সেখানে Special Offer লেখাটি লিখে দিবো।

 

আমাদের কাজ প্রায় শেষ, এবার আমরা আমাদের প্রোডাক্টের
ছবিটিকে মাঝখানে বসিয়ে দিবো এবং ডানপাশে নিচের দিকে আমাদের ওয়েবসাইট ও ফোন নাম্বার
দিয়ে দিবো। ব্যাস হয়ে গেল ব্যানার এড ডিজাইন।

 

আরো ভালোভাবে বুঝতে চাইলে নিচের ভিডিওটি দেখতে
পারেনঃ

 

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *