আমাদের অনেকের ইচ্ছা থাকে যে আমরা আমাদের উইন্ডোজ এর ফ্রন্ট পরিবর্তন করে একটু নতুনত্ব আনবো। কিন্তু কিভাবে এই ফ্রন্ট আমরা চেঞ্জ করতে পারি তা বুঝে উঠতে পারি না বা জানি না। আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ এর ফ্রন্ট পরিবর্তন করতে পারেন খুব সহজেই। প্রথমে একটি টেক্সইডিটর ওপেন করে নিন। তারপর
ফ্রন্ট পরিবর্তন করতে হলে এই কোডটি কপি করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersionFonts]
“Segoe UI (TrueType)”=””
“Segoe UI Bold (TrueType)”=””
“Segoe UI Bold Italic (TrueType)”=””
“Segoe UI Italic (TrueType)”=””
“Segoe UI Light (TrueType)”=””
“Segoe UI Semibold (TrueType)”=””
“Segoe UI Symbol (TrueType)”=””
[HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersionFontSubstitutes]
“Segoe UI”=”ENTER-NEW-FONT-NAME”
এবার এই ENTER-NEW-FONT-NAME এই জায়গায় আপনার ফ্রন্ট এর নাম দিন এবং টেক্সট ফাইলটিকে .reg নামে সেভ করুন । এবার সেভ করা রেজিস্ট্রি ফাইলটিকে ডাবল ক্লিক করুন । এবার রেজিস্ট্রি ইনস্টল হয়ে যাওয়াার পর আপনার কম্পিউটার টিকে রিস্টার করুন। এবং দেখুন আপনার ফ্রন্ট পরিবর্তন হয়ে গেছে।
পুনরায় যদি পূর্বের ফ্রন্টে ফিরে যেতে চান , তাহলে আগের মতো করে টেক্সট ইডিটরে নিচের এই কোডটি দিয়ে .reg নামে সেভ করুন এবং ইনস্টল করে কম্পিউটার রিস্টার করুন।
________________________________________________________________
ডিফল্ট ফ্রন্ট এ ফিরে যেতে এই কোডটি কপি করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersionFonts]
“Segoe UI (TrueType)”=”segoeui.ttf”
“Segoe UI Black (TrueType)”=”seguibl.ttf”
“Segoe UI Black Italic (TrueType)”=”seguibli.ttf”
“Segoe UI Bold (TrueType)”=”segoeuib.ttf”
“Segoe UI Bold Italic (TrueType)”=”segoeuiz.ttf”
“Segoe UI Emoji (TrueType)”=”seguiemj.ttf”
“Segoe UI Historic (TrueType)”=”seguihis.ttf”
“Segoe UI Italic (TrueType)”=”segoeuii.ttf”
“Segoe UI Light (TrueType)”=”segoeuil.ttf”
“Segoe UI Light Italic (TrueType)”=”seguili.ttf”
“Segoe UI Semibold (TrueType)”=”seguisb.ttf”
“Segoe UI Semibold Italic (TrueType)”=”seguisbi.ttf”
“Segoe UI Semilight (TrueType)”=”segoeuisl.ttf”
“Segoe UI Semilight Italic (TrueType)”=”seguisli.ttf”
“Segoe UI Symbol (TrueType)”=”seguisym.ttf”
“Segoe MDL2 Assets (TrueType)”=”segmdl2.ttf”
“Segoe Print (TrueType)”=”segoepr.ttf”
“Segoe Print Bold (TrueType)”=”segoeprb.ttf”
“Segoe Script (TrueType)”=”segoesc.ttf”
“Segoe Script Bold (TrueType)”=”segoescb.ttf”
[HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersionFontSubstitutes]
“Segoe UI”=-
_________________________________________________________________
যদি আপনাদের কোন সন্দেহ থেকে থাকে তাহলে নিচের ভিডিও দেখে সন্দেহ দূর করে নিতে পারেন ।
ধন্যবাদ