আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে “WordPress কি? WordPress কি জন্য ব্যবহার করা হয়?” এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন জেনে নেইঃ
WordPress কি?
সহজ ভাষায় WordPress কি? বলতে বোঝায়, বর্তমানে দ্রুততম ক্রমবর্ধমান কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হচ্ছে ওয়ার্ডপ্রেস। অন্যভাবে ওয়ার্ডপ্রেস হল PHP ও MySQL নির্ভর একটি বিশেষ ওয়েবসাইট ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে ওয়েবসাইট গঠন করা যায়। আর উইকিপিডিয়ার তথ্য মতে ওয়ার্ডপ্রেস হল একটি ফ্রী ও ওপেনসোর্স ব্লগিং ফ্রেমওয়ার্ক এবং শক্তিশালী CMS যা PHP এবং MySQL এ গঠিত।
২০০৩ সালে ওয়েব বিল্ডিং টুল হিসেবে ওয়ার্ডপ্রেস যাত্রা শুরু করে। প্রাথমিক অবস্থায় ওয়ার্ডপ্রেস মূলত ব্লগের জন্য ব্যবহার করা হত। কারণ এর প্রধান লক্ষ্য ছিল ব্লগিং অভিজ্ঞতা কে আরও সহজ ও চমকপ্রদ করে তোলা। তখন ওয়ার্ডপ্রেসের ব্যবহার তেমন লক্ষ্য করা যেত না। তবুও সময়ের সাথে সাথে এর ডেভেলপাররা আরও জটিল ও ডাইনামিক ওয়েবসাইট তৈরির উদ্দেশ্যে এর কার্যকারিতা প্রসারিত করতে থাকে । ফলে এটি ব্লগিং টুলের পরিবর্তে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে পরিচিতি লাভ করে।
এটি বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত CMS, যার মাধ্যমে সারা বিশ্বের ২৮% ওয়েবসাইট গঠিত। প্রায় ১২ লাখ ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস CMS ব্যবহার করে ৭৫ লাখের ও বেশি ওয়েবসাইট তৈরী করেছে। বিভিন্ন প্লাগিন এবং থিম ব্যবহার করে খুব সহজেই ওয়ার্ডপ্রেস নিজের মন মত কাস্টমাইজেশন করা যায়। ওপেন সোর্স হওয়ায় আপনি এটির সোর্সকোড ডাউনলোড করতে পারেন এবং কোড মডিফাই ও ডেভেলপ করতে পারবেন। বর্তমানে ২,৬০০+ ওয়ার্ডপ্রেস থিম এবং ৩১,০০০+ প্লাগইন বিনামূল্যে পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস তৈরীতে যেসব কোড ব্যবহার করা হয়েছে তা সার্চ ইন্জিন সহজেই বুঝতে পারে, ফলে এটি খুবই SEO ফ্রেন্ডলি। সেজন্য অন্যান্য প্লাটফর্ম এর চাইতে ওয়ার্ডপ্রেস CMS এর ওয়েবসাইট অনেক তারাতারি র্যাংক করানো সম্ভব।
WordPress-এর ব্যবহারঃ
ওয়ার্ডপ্রেসের ২টি ধরন রয়েছে। একটি হল wordpress.com এবং অপরটি হল wordpress.org
wordpress.com হল একটি ওয়েব ২.০ ওয়েব সাইট। এখানে একটি কন্ট্রোল প্যানেল এবং সাবডোমেইন দেওয়া হয়। যে কেউ এখানে ওয়েব সাইট খুলতে পারে। কিন্তু ফ্রি সাইট হওয়ায় এখানে তেমন কিছু কাস্টমাইজেশনের সুযোগ থাকে না এবং কোন প্লাগইন ইনস্টল করা যায় না। মূলত এটি ব্যবহার করা হয় ব্লগিং করার জন্য। সাইটের উদাহরনঃ http://monirtdm.wordpress.com
ওয়ার্ডপ্রেস বলতে আমরা মূলত wordpress.org কে বুঝি। ওয়ার্ডপ্রেস CMS এর স্ক্রিপ্ট এই সাইট থেকে ফ্রি তে ডাউনলোড করা যায়। ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরী করতে ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। হোস্টিং এ cPanel এর মাধ্যমে wordpress.org থেকে ডাউনলোড করা স্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। অথবা cPanel এ Softaculous এর সাহায্যে অনেক সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। এখানে আপনি ওয়ার্ডপ্রেসের যাবতিয় সুবিধা পাবেন। আপনার ইচ্ছামত থিম এবং প্লাগইন ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের জন্য রয়েছে বিশাল থিম এবং প্লাগইনের ভান্ডার। এদের কিছু কিছু বিনামূল্যে পাওয়া যায় আবার কিছু কিছু ক্রয় করার প্রয়োজন পরে।
ওয়ার্ডপ্রেস ইনস্টল ও কাস্টমাইজেশন নিয়ে পরবর্তিতে বিস্তারিত পোস্ট ও ভিডিও দেওয়া হবে।
বিশ্বের অনেক জনপ্রিয় ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার্স, ফোর্বস, ম্যাশেবল, সনি মিউজিক, এমটিভি নিউজ, মাইক্রোসফট নিউজ সেন্টার, ফেসবুক নিউজরুম ইত্যাদি ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে গঠিত। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের ভাল চাহিদা লক্ষ্য করা যায় এবং দিন দিন এই চাহিদা বেরেই চলেছে। যে কেউ চাইলে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখে এই সব মার্কেটপ্লেস গুলোতে কাজ করে ভালপরিমানে অর্থ উপার্জন করতে পারে। শুধু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতেই নয়, লোকাল মার্কেটেও বর্তমানে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা প্রচুর। তার জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।
উপরের আর্টিকেল থেকে আশাকরি আমরা বুঝতে পেরেছি যে, “WordPress কি? WordPress কি জন্য ব্যবহার করা হয়?”