স্পেল্স মানে হচ্ছে কোনো ছবির কিছু নির্দিষ্ট কালার কে ফুটিয়ে রেখে অন্য কালার গুলোকে
সাদাকালো বা যেকোনো এক কালারের করে রাখা । কালার স্পেল্স করতে প্রথমে যেকোনো একটি ছবিকে
ফটোশপে ওপেন করে নিতে হবে। ফটোশপে নেওয়ার পর যেই লেয়ার এ ছবিটি থাকবে সেখান থেকে মেইন
পিকচার টাকে Ctrl + J প্রেস করে কপি করে নিন (for safety) যাতে ছবিতে কোনো ভুল করে
ফেললে মেইন ছবিটাতে কোনো ইফেক্ট না পড়ে। এর পর আই বাটন যেটা বামে থাকে ওইটা প্রেস করে
প্রথম বা মেইন ছবিটিকে অফ করে দিন। এবার ডুবলিকেট লেয়ারে আমরা কাজ করবো।
এরকম একটা
লিস্ট আসবে। সেখান থেকে Black & White সিলেক্ট করুন। এবার নিজের মতো করেরেড, ইয়োলো,
গ্রিন, ছায়ান ব্ল ও মেজেন্ডা বাড়িয়ে কমিয়ে দেখুন কোনটিতে আপনার ছবিটিকে সুন্দর লাগছে।
যদি বেশি আগ পিছ করে ফেলেন তাহলে রিসেট বাটন
প্রেস করে আগের সেটিংস এ ফিরে যেতে পারেন। এবার আপনার ছবির লেয়ারের উপর এমন একটি
লেয়ার তৈরি হয়েছে। সেখানে ক্লিক করুন তারপর ব্রাশ টুলএকটিভ করে
নিবেন। এক্ষেত্রে শটকার্ট কি হিসেবে B ব্যবহার করতে পারেন। এরপর আপনারা আপনাদের ব্রাশ
সাইজ ঠিক করে নিবেন । এবং বাম পাশেফরগ্রাউন্ড
কালারটিকে ব্ল্যাক করে নিয়ে তারপর আপনার ছবির যতটুকু কালার রাখতে চান সেখানে ব্রাশ
করুন দেখবেন কালার হয়ে যাচ্ছে। যদি ভুল করে ফেলেন তাহলে ফরগ্রাউন্ড কালার সাদা দিয়ে
ব্রাশ করলে আবার সাদাকালো বা আগের অবস্থায় চলে যাবে। এভাবেই আপনারা খুব সহজে আপনাদের
ছবিতে কালার স্প্যাল্স করতে পারেন।
আরো ভালোভাবে বুঝতে চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ