How to Know Windows original or cracked | কিভাবে জানবেন আপনার উইন্ডোজটি আসল নাকি নকল

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। বিশ্বে
বর্তমানে যারা কম্পিউটার ব্যবহার করছি তার 
প্রায় ৯৬% মানুষই উইন্ডোজ ব্যবহার করছে ৩% মানুষ ম্যাক ওএস এবং ১% মানুষ লিনাক্স
ব্যবহার করছে।

তো যেহেতু উইন্ডোজ এর ব্যবহারকারীর
সংখ্যা অনেক সেহেতু এই অপারেটিং সিস্টেম এর অনেক বেশি সফটওয়্যার ও রয়েছে। তো আজকে মূলত
আমরা জানবো আমরা যেই উইন্ডোজ ওপারেটিং সিস্টেম ব্যবহার করছি তা কি আসল নাকি কপিড।

 

বাংলাদেশ যেহেতু একটি গরিব দেশ
তাই এদেশের প্রায় ৯৯% মানুষ ই ক্র্যাক বা কপিড উইন্ডোজ ব্যবহার করে । কারণ যদি আমরা
উইন্ডোজ টেন হোম ভার্সনটি ও কিনে ব্যবহার করতে চাই তাহলেও আমাদের ১৩৯ ডলার অর্থাৎ ৮০
টাকা ডলার হিসেবে প্রায় ১১ হাজার ১২০ টাকা পড়বে। তো ভাই যেখানে আমাদের একটু মিড লেভেলের
চাকরীজীবিদের বেতনই হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। কিভাবে সে এই দামে একটি সফটওয়্যার কিনবে?
যদি ও বা বর্তমানে অনেকেই কিনে ব্যবহার করে।

তো চলুন জেনে নেই কিভাবে জানবো
আমাদের উইন্ডোজটি আসল মানে ক্রয় করা নাকি ক্র্যাকড মানে চুরি করা।

এখন জানার জন্য প্রথমেই আমাদের
RUN মেনুতে আসতে হবে অথবা সরাসরি সার্চ করতে পারেন CMD লিখে তাহলে command prompt আসবে
তা ওপেন করতে হবে।

এবার আমরা command prompt এ লিখবোঃ

slmgr.vbs /dli

এই কোড দেওয়ার সাথে সাথে আমাদের
কাছে নিচের ছবির মত চলে আসবে।

 

এই কোড আসা মানে হচ্ছে এই উইন্ডোজটি
অরজিনাল।

 

এই কোড আসা মানে হচ্ছে এই উইন্ডোজটি
কপিড।

 

আরো ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি
দেখে নিতে পারেন।

ধন্যবাদ

2 thoughts on “How to Know Windows original or cracked | কিভাবে জানবেন আপনার উইন্ডোজটি আসল নাকি নকল

  1. এটির মানে হচ্ছে আপনার উইন্ডোজটি কে এম স্পাইছো নামে একটি সফটওয়্যার এর মাধ্যমে ক্র্যাক করা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *