কীভাবে বড় সাইজের যেকোন ফাইল সহজেই আমরা পাঠাতে পারি?
আমরা অনেকেই মাঝে মাঝে আমাদের বন্ধু-বান্ধব বা কলিক বা যে কারো সাথে বড় বড় সাইজের কোন ফাইল যদি পাঠাতে যাই ফেসবুক বা অন্যকোন স্যোসিয়াল মাধ্যমে তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেক সময় ড্রাইভ এ আপলোড দিয়ে তারপর লিংক শেয়ার করে থাকি। এতে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আপনাদের জন্য দারুন একটি সমাধান নিয়ে আসলাম। সমাধানটি দেখুন ভিডিওতে। আর অবশ্যই চ্যানলিটে সাবসক্রাইব করে রাখুন আরও ভালো ভালো টিপস পেতে।
ধন্যবাদ