VECTOR MAGIC !!! DOWNLOAD WITH LICENSE KEY !!!

আমরা অনেকেই ভেক্টর মেজিকের কথা শুনেছি। সো যারা ভেক্টর মেজিক সফটওয়্যার সম্পর্কে জানেন না তাদের জানানোর জন্য বলছি। আমরা অনেক সময় অনেক ডিজাইনের ছবি দেখি যা আমাদের কাছে সুন্দর লাগে। তো তখন ওই সকল ডিজাইনের যদি আমরা ইলস্ট্রারেশন চাই তখন হয় আমাদের ওই ডিজাইনের ওপর দিয়ে ইলেস্ট্রারেটর সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করতে হবে অথবা ভেক্টর মেজিক সফটওয়্যার ব্যবহার করে আমরা খুব দ্রুত সেটিকে ইলেস্ট্রারেশন করতে পারবো।

তবে ইলেস্ট্রারেটর সফটওয়্যার দিয়ে ইলেস্ট্রারেশন করলে ডিজাইনটি অবশ্যই অনেক ভালো হবে। কিন্তু সময় বাঁচানোর জন্য আমরা ভেক্টর মেজিক সফটওয়্যারটি ব্যবহার করতে পারি।

সো যাদের ভেক্টর মেজিক সফটওয়্যারটি প্রয়োজন তারা নিচে ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে নিতে পারেন ।

ডাউনলোড করার পর প্রথমে আনজিপ করে ইনস্টল করবেন সফটওয়্যারটি।

এরপর দেখবেন একটি ফোল্ডার রয়েছে মেডিসিন নামে সেখানে আরো ২টি ফোল্ডার আছে , সেখান থেকে প্রথমে Reg Key ফোল্ডারটিতে যাবেন এবং সেখানে যেই রেজিস্ট্রি ফাইল আছে সেটিকে ডাবল ক্লিক করে মার্জ করে দিন। এবার Crack ফোল্ডার এ যান সেখানে দেখবেন আরেকটি ভেক্টর মেজিক সফটওয়্যার আছে। এবার এটিকে ইনস্টল না করে সরাসরি কপি করুন এবং যদি আপনি ডিফল্ট লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করে থাকেন তাহলে 
৩২ বিট এর উইন্ডোজ এর জন্য : C:Program FilesVector Magic
৬৪ বিট এর উইন্ডোজ এর জন্য : C:Program Files (x86)Vector Magic
এই লোকেশনে গিয়ে পেস্ট করে দিন। 

তবে আপনি যদি অন্য কোনো লোকেশনে ইনস্টল করে থাকেন তাহলে সেই লোকেশনে ক্রাক এ রাখা ফাইলটি কপি করে পেস্ট করে দিন।

এবার ব্যবহার করুন ভেক্টর মেজিক প্রো আজীবনের জন্য লাইসেন্স সহ।
ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *